সিরাজগঞ্জ

“৭১ -এর মুক্তিযুদ্ধ”

একাত্তরের ফাগুনে,
ত্রিশ লাখ বাঙালির খুনে,
পদ্মা মেঘনার জল হল পলাশ লাল,
বাংলার ইতিহাস মনে রাখবে চিরকাল।
ছাব্বিসে মার্চ,একাত্তরে,
বঙ্গবন্ধু ভাষণ দেন হৃদয় ভরে,
ওরে ভাই বাঙালি,ঘরে ঘরে দুর্গ গড়ো,
যা কিছু আছে তা নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ো।
আওয়ামী লিগের মুক্তিবাহিনী,
ইয়াহিয়া খানের বুলেটের ভয় খায়নি।
নির্লজ্জ রাজাকার আর পাক হানাদার
গণহত্যা-ধর্ষণে দেশটাকে করলো ছাড়খার।
দীর্ঘ ২৬৭ দিন ধরে,
হত্যালীলা চলে নির্বিচারে,
৩০ লাখ বাঙালিকে করে গণহত্যা,
চার লাখ বাঙালি নারী হল ধর্ষিতা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে,
বিশ্ববাসী ত্রাসে হিসাব করে,
এটাই বিশ্বের সবচেয়ে বড় গণহত্যা,
একথা স্মরণে লাগে আজি কত ব্যথা!
এক কোটি মানুষ হল বিদেশযাত্রী,
নিজ দেশ ছাড়ি, পরদেশে হল শরণার্থী।
উড়ে এলো বিশ্বের আছে যত চিল- শকুন,
মরা লাশ খেয়েখেয়ে তারাও হল রেগে আগুন!
ওরে নির্মম পাক হানাদার!
আর কত চালাবি নিষ্ঠুর অত্যাচার!
প্রতিবেশি ভারত অকাতরে সাহায্য করে,
অবশেষে পাক হানাদার ফিরে যায় ঘরে।
নয় মাসব্যাপী মুক্তি সংগ্রাম,
রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের হল অবসান।
মহারণের একাত্তরের ষোলই ডিসেম্বরে,
বাঙালি পতাকা হাতে বিজয় দিবস পালন করে।
ও আমার সোনার বাংলাদেশ,
সবুজ পতাকা উড়িয়ে আছি মোরা বেশ।
আজি মনে পড়ে সেই মার্চের রক্তঝরা দিন।
শোধ হবে না কভু তোমাদের রক্তের মহা ঋণ।

লেখা : একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। ইমরান হোসেন (আপন