চৌহালী/এনায়েতপুর

৫ হাজার মানুষকে ডেকে ৫শ’ জনকে ইফতার সামগ্রী বিতরণ

 

চৌহালী( সিরাজগঞ্জ) প্রতিনিধি:

ইফতার সামগ্রী দেওয়ার কথা বলে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দূর-দূরান্ত থেকে ৫ হাজার দুঃস্থ মানুষকে ডেকে এনে ৫শ জনের মাঝে বিতরণ করলেন নিলেন ওয়াটা কেমিক্যাল লিমিটেডের চেয়ারম্যান শিল্পপতি নজরুল ইসলাম মন্ডল।

মঙ্গলবার (২১ মার্চ) চৌহালী সরকারি কলেজ মাঠে পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণের জন্য উপজেলার ৫টি ইউনিয়নের ৫ হাজার দু:স্থ মানুষকে ডেকে আনা হয়।

স্থানীয়রা জানান, সকাল থেকে বিভিন্ন দূর্গম ইউনিয়ন থেকে কয়েক হাজার মানুষ ওই মাঠে জড়ো হন। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান জনভায় পরিণত হয়। এতে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে অতিথি করেন ওয়াটা কেমিক্যাল এর চেয়ারম্যান নজরুল ইসলাম। বিকেল পর্যন্ত এই জনসভা চলে। জনসভা শেষে মাত্র ৫শ জনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। এরপর বন্ধ করে দেন বিতরণ কার্যক্রম।

সকাল থেকে কার্ড নিয়ে বসে থাকা কয়েক হাজার মানুষ খালি হাতে ক্ষোভ প্রকাশ করতে করতে বাড়ি যান। প্রচন্ড রোদ আর গরমে দিনভর বসে থেকে অনেকেই অসুস্থ্যও হয়ে পড়েন।

কার্ড প্রাপ্ত একাধিক মানুষ জানান, ইফতার সামগ্রী দেওয়ার কথা বলে আমাদের একটি করে কার্ড দেন, আজ কলেজ মাঠে আসতে বললে সকাল থেকে কলেজ মাঠে অপেক্ষা করি। দুপুরে জনসভা শেষে কিছু মানুষ ইফতার সামগ্রী দিয়ে আমাদের পরে দেওয়ার কথা বলে ফিরিয়ে দেন।

এ বিষয়ে শিল্পপতি নজরুল ইসলাম মন্ডল বলেন, এত মানুষের মাঝে একদিনে ইফতার সামগ্রী বিতরণ করা সম্ভব না তাই বিতরণ কার্যক্রম বন্ধ করা হয়েছে। রোদ গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। ইফতার সামগ্রী পর্যাপ্ত আছে, দুই-তিন দিনের মধ্যে প্রতিটি ইউনিয়নে বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে।

চৌহালী সিরাজগঞ্জ
২১-০৩-২৩