সিরাজগঞ্জ

৫০ বার ফোন করেও বাঁচতে পারেনি মিঠু,গাফলতি পুলিশের, দাবী স্বজনের

 

মাসুদ রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর রেলওয়ে কলোনির মোসলিম উদ্দিনের ছেলে মিঠু (২৪) হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার (২০) ফেব্রুয়ারী সকাল ১০টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তিশোপান চত্তরে বাংলাদেশ ভূমিহীন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মেরাজ মোল্লা সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সিরাজগঞ্জ জেলা জাসদের সভাপতি আব্দুল হাই তালুকদার,সাধারণ সম্পাদক আবু বক্কার ভূইয়া,আহ্বায়ক নব কুমার কর্মকার,সাংগঠনিক সম্পাদক শাহিন,ভূমিহীন আনন্দলন জেলা শাখার সহ সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক আজগর আলী, পৌর শাখার সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন,রিক্সা শ্রমিক ইউনিয়নে সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ খান, শ্রমিক জোটের নেতা জাকির হোসেন, থানা জাসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,পৌর জাসদের সাধারণ সম্পাদক রকিবুল এহসান বিপলপ,নিহত মিঠুন বোন মুনি বক্তব্য রাখেন।

উক্ত মানববন্ধনে মিঠুর (বোন) মুনি বলেন,গত বুধবার সকালে আমার ভাই,সিরাজগঞ্জ থেকে নরসিংদীর উদ্দেশে যাদ্রা করে রাত ০৮টার দিকে আমাকে ফোন দিয়ে বলে আপু কয়েকজন লোক আমাকে আটক করেছে, তারা ১০০০০০(এক লক্ষ) টাকা মুক্তিপণ দাবি করছে তাছাড়া আমাকে মেরে ফেলবে।তখন আমি ৯৯৯ এ ফোন দিলে তারা আমাকে সিরাজগঞ্জ সদর থানায় যেতে বললে আমি তখন সদর থানায় গিয়ে সাধারণ ডায়েরী করি। তারপর রাত ১২টা পযন্ত আমি থানায় অবস্থান করি। তখন প্রশাসনের সামনে আমার ভাই আবার আমাকে ফোন দিয়ে বলে আপু আমাকে বাঁচাও এই বলে কান্নাশুরু করে তারপরেও তাঁরা কোন পদক্ষেপ নেয়নি আজ আমার ভাইয়ের মৃত্যুর জন্য সিরাজগঞ্জ সদর থানা দায়ী।

তারপরেও আজ ৩দিন পার হলেও আমার ভাইয়ের হত্যাকারীদের আটক করতে পারেনি পুলিশ।
আমার ভাইয়ের হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানাচ্ছি।

উল্লখ্য,নিহত মিঠু সিরাজগঞ্জ সদরের রায়পুর রেলওয়ে কলোনি এলাকার মুসলিম উদ্দিনের ছেলে। তিনি সিরাজগঞ্জের ইসলামিয়া ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষে পড়াশোনার পাশাপাশি অনলাইনে শাড়ির ব্যবসা করতেন।

বাবুরহাটের শাড়ি সম্পর্কে ধারণা নিতে প্রথমবারের মতো নরসিংদীতে গিয়েছিলেন। ফেসবুকে পরিচয় হওয়া দুই বন্ধুর ভরসায় নরসিংদীতে যাবার পর অপহরণের পর হত্যার শিকার হন তিনি।
গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের হুগোলিয়াপাড়া এলাকার রূপচান মিয়ার খড়ের পালার পাশে অজ্ঞাত পরিচয় ওই যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় মিঠু হোসেনের বড় বোন মিনু আক্তার বাদী হয়ে মনোহরদী থানায় অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন।