চৌহালী/এনায়েতপুর

৪ দিন পর যমুনায় নৌকা থেকে পড়ে  নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিনানই গ্রামের মো. শওকত সরকার(৩০) নামের নিখোঁজ যুবকের লাশ ৪ দিন পর উদ্ধার হয়ছে। ২৮ এপ্রিল  শুক্রবার   দুপুরে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন যমুনা নদীতে লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পরে পরিবারের লোকজনকে খবর দিলে পরিবার ভাসমান লাশ উদ্ধার করে।  মো.শওকত সরকার ওই ইউনিয়নের বিনানই গ্রামের শাহনূর সরকারের ছেলে।  মো. শওকত সরকার গত ২৫ এপ্রিল  মঙ্গলবার ভাই ও ভাতিজার সাথে  বাড়ির পাশে যমুনা নদীতে  মাছ ধরতে  যায়। মাছ ধরে  ফেরার পথে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন যমুনা নদীতে নৌকা থেকে পড়ে ডুবে যায়। পরে  জাল দিয়ে কয়েক ঘণ্টা ধরে নদীর বিভিন্ন অংশে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। ৪ দিন পর শুক্রবার দুপুরে  একই স্থানে তার লাশ ভাসতে দেখে এলাকাবাসী পরে পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে বাঘুটিয়া  ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম মোল্লা  জানান, পরিবারের ৩ জন মিলে বাড়ির পাশের যমুনা নদীতে মাছ ধরতে যায়।  ফেরার পথে শওকত সরকার  নৌকা থেকে পড়ে ডুবে যায়। নিখোঁজের ৪ দিন পর ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পরিবারে।