৪১বছর ধরে বাঁশি তৈরী ও বিক্রি করে জীবিকা নির্বাহ করছে মোশারফ হোসেন

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টারঃ
হ্যামিলনের বাঁশিওয়ালার মতো কাঁধে ঝোলা ব্যাগ আর মূখে দেশাত্ববোধক ও বিভিন্ন গানের সুরেলা সুর বাঁশি বাজিয়ে অবিরত ৪১ বছর
ধরে দিনাতিপাত করছেন মোশারফ হোসেন।তিনি হাঁটছেন ক্লান্তিহীন পথভোলা পথিকের বেশে।
সুর বাঁশিতে তুলে অবিরত হাঁটছেন বাংলাদেশের বিভিন্ন জেলার পথে প্রান্তরে।“প্রাণ সখিরে ওই শোন কদম্ব তলায় বংশী বাজায় কে এমনি পাগল করা সুর যিনি বাশিঁতে তোলেন তাকে আমরা সাধারনত বলে থাকি বাঁশিওয়ালা। তার বয়স ৬৫ এর কাছাকাছি। এভাবেই বাঁশি বিক্রির আয় দিয়ে সংসার চালাচ্ছেন তিনি।

আজ বুধবার(২২ সেপ্টেম্বর)সকালে তার দেখা মেলে সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা স্কুল এ্যান্ড কলেজের মাঠে শহীদ মিনারে বসে বাঁশি তৈরী ও বিক্রি ও বাজাতে দেখা গেছে।তার সুরেলা কন্ঠে গানে মুগ্ধ ফারজানা আক্তার জীম(৭) এগিয়ে দেখতে গেলে তাকে একটি বাঁশি উপহার দেন।তাকে জিজ্ঞাসায় তার পরিচয় দেন তিনি মেলান্দহ উপজেলার ঘোষের পাড়া ইউনিয়নের ঘোষের পাড়া তার বাড়ি।শিশুকাল থেকেই মোশারফ
হোসেন ছিলেন ভবঘুরে। বিভিন্ন মেলা-খেলা এবং হাট-বাজারে যেতেন বাবার সাথে।বর্তমানে প্লাষ্টিকের ছোট ছোট পাইপ দিয়ে বাঁশি তৈরী করে সেসব বাঁশি বিক্রিয়ের লাভের টাকা দিয়ে চলছে মোশারফ হোসেনের সংসার।সংসার চালতে গিয়ে নিত্য দিনের চাহিদা মেটাতে বেকায়দায় পড়েন তিনি।নিজের বাঁশি বাজানোর বিদ্যাটুকু কাজে লাগিয়ে খুঁজে নেন চলার শক্তি।আর এভাবে দীর্ঘ ৪১ বছর ধরে এ বাঁশির ভ্রাম্যমাণ ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন।
বাঁশগুলো অনেক চিকন এবং বাঁশের গিরা বা পোড় গুলো ১ থেকে দেড় হাত পরপর হওয়ায় অনেক সময় ২০০/ ৩০০ টি কাঁচা বাঁশের প্রয়োজন হয়।এর মধ্যে থেকে প্রায় শতাধিক বাঁশ ফেটে নষ্ট হয়ে যায়।আর বাঁশ গুলো ক্রয় করার পর প্রথমে বাঁশির মাপ অনুযায়ী বাঁশগুলো কেটে নিতে হয়।পরবর্তিতে
পর্যায়ক্রমে বাঁশগুলো রোদে শুকিয়ে নিয়ে বাঁশি তৈরীর কাজ শুরু করতে হয়।তারপর বাঁশগুলোতে বাঁশি তৈরীর উপকরণ যেমন- হাপরের আগুনে বাঁশগুলো পুড়িয়ে নিয়ে এবং রজন, স্প্রিট,চাচ দিয়ে শিরিশ মারার পর গড়ম লোহার রড দিয়ে বাঁশের বাঁশিগুলো ফুটো করতে হয়।প্রথমে চিকন রড তারপর
মিডিয়াম তারপর মোটা রড দিয়ে বাঁশিগুলো ফুটো করতে হয়। এক্ষেত্রে মোটা চিকন সবমিলে ৫টি রড লাগে।আঁড় বাঁশিতে সাধারণতো ৩থেকে ৪টি অথবা ৫/৭টি ফুটো থাকে।এর জন্য প্রয়োজন আধুনিক যন্ত্রপাতির।অর্থাভাবে সে সব যন্ত্রপাতি ক্রয় করতে না পারায় কোন রকমে তার পেশা চালিয়ে যাচ্ছেন।বাঁশিগুলোকে কয়েকটি শ্রেণীতে বিভক্ত করা যায়।তন্মধ্যে এ,বি,সি,ডি এবং এফ কোয়ালিটির বাঁশিগুলো বেশ জনপ্রিয়।প্রতিটি বাঁশি তৈরীতে খরচ হয় ১০ থেকে ১৫ টাকা। আর প্রতিটি বাঁশি বিক্রি হয় ২০টাকা থেকে সর্বোচ্চ ৫০ টাকায়। বাশের দাম এর বেশী হওয়ায় তিনি বাঁশিগুলো প্লাষ্টিকের ছোট ছোট পাইপ দিয়ে তৈরী করছেন
বলে জানা গেছে।আর তা বাঁশি ক্রয় করেন ১০/২০টাকা।জমাজমি নেই,কি আর
করার।প্রতিদিন বাঁশি বিক্রয়ের জন্য বিভিন্ন এলাকার হাট-বাজার এবং দর্শনীয় স্থানগুলোতে বাস,ট্রেনযোগে অথবা পায়ে হেঁটে ঘুরে বেড়াই।এতে প্রতিদিন ১থেকে ২শত টাকা আয় হয়।বাঁশি সর্ম্পকে তিনি আরো বলেন,বাঁশি বিক্রি হয়। কিন্তু বাশিঁর সুর কখনো বিক্রি হয় না। এটি আমার আত্মার খোরাক। তাই বাংলাদেশের সর্বোচ্চ সংস্কৃতিক অঙ্গনে পরিবেশনের
সুযোগ পেলে নিজেকে ধন্য মনে করতাম।তিনি সর্বস্তরের জনসাধারন সহ বিত্তবানদের নিকট সহযোগীতা কামনা করেছেন।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.