চৌহালী/এনায়েতপুর

৩৫ ঘন্টা বিদ্যুৎহীন চৌহালীর দক্ষিনাঞ্চল

ইমরান হোসেন আপন, চৌহালীঃ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দক্ষিনাঞ্চলে বসবাসকারীদের প্রায় ৩৫ ঘন্টা বিদ্যুৎহীন সময় কেটেছে। সরেজমিন ঘুরে দেখা যায় চৌহালী উপজেলার খাষপুখুরিয়া ও বাঘুটিয়া ইউনিয়নে রাস্তাঘাট কাঁচা ও খানাখন্দে ভরা তাই সঠিক সময়ে বিদ্যুৎ অফিসের লোকজন আসতে পারে না, যার কারনে খুব ছোট সমস্যা দেখা দিলেও ঘন্টার পর ঘন্টার অপেক্ষা করতে হয় বিদ্যুৎতের জন্য। জানাযায় তেমন ঝড় বৃষ্টি না হলেও উপজেলার দক্ষিনাঞ্চলে গত সোমবার দুপুর থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৩৫ ঘন্টা বিদুৎহীন থাকে।

এ বিষয়ে এলাকাবাসী অভিযোগ করেন যে আমাদের এলাকায় যে পরিমান লোডশেডিং দেখা যায় তা দেশের অন্য কোথাও দেখা যায় বলে মনে হয় না।

পল্লিবিদ্যুৎতের লোকজন শুধু বসে থাকা ছাড়া কাজ করে বলে মনে হয় না । মাঝে মাঝে মিটার না দেখেই ভ’তুরে বিল করে, যার কারনে গ্রাহককে অতিরিক্তি বিল পরিশোধ করতে হয় এর সমাধান হওয়া দরকার। সমাজকর্মী হান্নান মোরশেদ রতন বলেন,সারাদেশে যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎতের ব্যাপক উন্নয়ন হলেও আমাদের এলাকা সম্পূর্ন ভিন্ন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে শতভাগ বিদ্যুৎয়ীত এলাকা ঘোষনা করলেও ঝর-বৃষ্টি এমনকী হালকা বাতাসেও বিদ্যুৎ চলে যায় যার কারনে আমরা দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎহীন থাকি। এ ব্যাপারে জানার জন্য পল্লিবিদ্যুৎ নাগরপুর শাখার জিএম এর সাথে যোগাযোগের জন্য কল করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।