২৬হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক – সিরাজগঞ্জে
সিরাজগঞ্জ পৌরসভার শহীদগঞ্জ মহল্লায় অভিযান চালিয়ে ২৬ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার ডিবি সদস্যরা।
১৬ ফেব্রুয়ারি(শুক্রবার)এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন-দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে মো. সবুজ (৩১), শহিদগঞ্জ মহল্লার মৃত রফিকুল ইসলামের ছেলে আব্দুল মতিন (৩৫) ।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান, ঢাকা থেকে ইয়াবার একটি চালান সিরাজগঞ্জের আব্দুল মতিনের কাছে আসে। যা তিনি ঈশ্বরদী ও রাজশাহীতে সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে শুক্রবার ভোরে আব্দুল মতিনের এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২৬ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মতিন ও সবুজকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন তারা । এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।