উল্লাপাড়া

১৩ হাজার ইয়াবাসহ আটক ২-উল্লাপাড়ায়

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বরে গোপন সংবাদের ভিত্তিতে ২৯ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা।

আটক ব্যক্তিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের চন্দ্র নারায়ণপুর গ্রামের হুমায়ন কবির আনাম (৪৯) ও একই এলাকার ইসরাইল হক (৬২)।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।