১২ ড্রাম ডিজেল নিয়ে ট্রেন থেকে নামতেই ধরা
ট্রেন থেকে তেল চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির দুই নেতাসহ তিনজন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশন থেকে তাঁদের আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫।
র্যাব নাটোর ক্যাম্প থেকে সংবাদ বিবৃতি দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।
আটক তিনজন হলেন লালপুরের কালুপাড়া ইয়ার কলোনির সুজাত মণ্ডলের ছেলে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম , মহির মণ্ডলের ছেলে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আওয়াল হোসেন ও বাওড়া গ্রামের মকবুল হোসেন ।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাত দেড়টার দিকে র্যাব সদস্যরা আজিমনগর রেলস্টেশনে অবস্থান করছিলেন। এ সময় স্টেশনে থেমে থাকা ঢাকা মেইল নামের একটি ট্রেন থেকে তেল চুরি করে নামার সময় তেলসহ হাতেনাতে রফিকুল ইসলাম, আওয়াল হোসেন ও মকবুল হোসেনকে আটক করে র্যাব। তাঁদের কাছ থেকে ১২ ড্রাম ডিজেল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের নিয়ে যায় র্যাব। এ ঘটনায় আজ বুধবার সকালে মামলার প্রস্তুতি চলছে।