আন্তর্জাতিক

১১ জনের প্রাণহানি নৌকা উল্টে

দক্ষিণ কোরিয়ার ইঞ্চিওন উপকূলে একটি মাছ ধরা নৌকা উল্টে কমপক্ষে ১১ জন মারা গেছেন। রোববার ট্যাঙ্কারের সাথে মাছ ধরা নৌকাটির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

দক্ষিণ কোরিয়ার কোস্ট গার্ড একথা জানিয়ে বলেছে, নৌকা ডুবির ঘটনায় আরো দু’জন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে বোরবার স্থানীয় সময় ৬টা ১২ মিনিটে। নৌকায় দু’জন ক্রু ও ২০ যাত্রী ছিল।