১লা ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষনার দাবীতে সিরাজগঞ্জে সমাবেশ ও র্যালী প্রর্দশন ।
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ
১লা ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস পালন উপলক্ষে সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও র্যালী প্রর্দশন করা হয়েছে। শনিবার বিকেলে ১লা ডিসেম্বর’১৮ মুক্তিযোদ্ধা দিবস বাস্তবায়ন কমিটি সিরাজগঞ্জের আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে করা হয়েছে। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না।
বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, বীর মুক্তিযোদ্ধা সেরাজুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সুর্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম চৌধুরী, সাবেক জেলা কমান্ডার গাজী শফিকুল ইসলাম ইসলাম শফি, সোহরাব আলী সরকার ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার প্রমুখ। এছাড়া সমাবেশে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফজলু, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান জেলা কমান্ডের সভাপতি মামুনুর রশিদ মামুন, অধ্যাপক হাসনা হেনা, ফারজানা সিদ্দীকা অপু বারীসহ জেলা ও সদর কমান্ডের বিভিন্ন স্তরের মুক্তিযোদ্ধা এবং সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে সকল মুক্তিযোদ্ধার অংশ গ্রহনে একটি পদযাত্রা শহর প্রদক্ষিণ করে মুক্তির সোপানে শেষ করে।