হোম কোয়ারেন্টিনে থাকা ৬৫ পরিবারের সাথে কাজিপুর উপজেলা প্রশাসন ও ডাক্তারদের শুভেচ্ছা বিনিময়
মোহাম্মদ আশরাফুল, কাজিপুর (সিরাজগঞ্জ) :
সিরাজগঞ্জের কাজিপুরে হোম কোয়ারেন্টিনে থাকা ঢাকা- নারায়নগঞ্জ ফেরত ৬৫ জনের বাড়িতে গিয়ে বৈশাখী শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা প্রশাসন ও ডাক্তারগণ।
মঙ্গলবার বিকেল থেকে রাত অবধি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যন খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, প্রকল্প বাস্তবায়ন অফিসার একেএম শাহা আলম মোললা, থানার অফিসার ইনচার্জ একেএম লুৎফর রহমান ঘরবন্দী লোকজনের খোঁজ খবর নেন। পরিবার পরিজন নিয়ে ঘরে থাকার কারণে এসময় তাদেরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হয়।
একই সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আমিনুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ শাহীনুর আলম, ডাঃ কামরুল ইসলাম, উপসহকারী মেডিকেল অফিসার আসাদুজ্জামান রবিন ও শরিফুল ইসলাম ঘরবন্দীদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং তাদের বৈশাখী শুভেচ্ছা জানান।