সারাদেশ

হোমিও হলের নামে মাদক ব্যবসা, আটক-২

তৌকির আহাম্মেদ হাসু জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাউসি বাজার ও শিমলা বাজারে সাহিত্য ও শিমলা হোমিও হলের নামে মাদক ব্যবসা পরিচালনার
অভিযোগে দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন- সরিষাবাড়ী উপজেলার বাউশি পঞ্চপীর এলাকার মৃত আব্দুল গণি মিয়ার ছেলে মো. সহিদুর রহমান ওরফে সহিদ (৪৭) ও শিমলা বাজার এলাকার মৃত সুনীল চন্দ্র ঘোষের ছেলে শ্রী আশুতোষ ঘোষ ওরফে টোকন (৫০)।গত রোববার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদ জানান, আটককৃত সহিদুর রহমান ও শ্রী আশুতোষ ঘোষ দীর্ঘদিন যাবত
উপজেলার বাউসি বাজার ও শিমলা বাজার এলাকায় সাহিত্য ও শিমলা হোমিও হলের সাইনবোর্ড ব্যবহার করে তার আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে ডিবি পুলিশ তল্লাশী চালিয়ে তাদের কাছ থেকে ১৩২ পিস এ্যালকোহল যুক্ত বোতলসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে।