দেশগ্রামশাহজাদপুর

হামলা,মামলা,গ্রেফতার, প্রচারণায় বাঁধার প্রতিবাদে এবং নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ও সমান সুযোগের দাবীতে সিরাজগঞ্জ -৬ শাহজাদপুর আসনে বিএনপি প্রার্থী ডক্টর এম.এ.মুহিতের সংবাদ সম্মেলন।

  • আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
  • হামলা,মামলা,গ্রেফতার,প্রচারনায় বাঁধা দানের প্রতিবাদে এবং নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ও সমান সুযোগের দাবীতে সিরাজগঞ্জ-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড.এম.এ মুহিত সিরাজগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে বিএনপি’র ভাইস চেয়ারম্যান,সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাস ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের সামনে তিনি তার লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এসময় তিনি তার লিখিত বক্তব্যে বলেন, সুপ্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সবার প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
  • আমি অতি পরিতাপের সাথে জানাচ্ছি যে,একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ ৬ শাহজাদপুরে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রশাসন এক জোট হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করে নির্বাচনকে একটি তামাশা ও প্রহসনে পরিণত করছে। প্রতীক বরাদ্দের পর প্রচারণা প্রথম দিন থেকেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা ধানের শীষের প্রার্থী,কর্মী,সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন,প্রচারণায় বাঁধা প্রদান,বাড়ী ঘরে হামলা,ভাংচুর,লুটপাট সহ নানা সন্ত্রাসী কর্মকান্ড ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের মধ্যে এক চরম আতংকের পরিবেশ সৃষ্ঠ করেছে যাতে ভোটার ভাট কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পারে। ক্ষমতাসীন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড ও নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অনেক অভিযোগ পত্র দিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি,এতে প্রশাসন ঠুটো জগন্নাথে পরিনত হয়েছে,অন্যদিকে পুলিশ সন্ত্রাসীদের বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিয়ে উল্টো বিএনপির নেতা-কর্মীদের নামে গায়েবী মামলা দিয়ে, গ্রেফতার করে, নির্যাতন-নিপীড়ন করছে।
  • নিম্নে কয়েকটি ঘটনা উল্লেখ করা হলোঃ (১)গত ১১ ডিসেম্বর তারিখে আওয়ামী লীগের সন্ত্রাসীরা খঞ্জনদিয়ার আমার বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও বিএনপির কর্মী সমর্থকদের রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে,আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। পুলিশ হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিয়ে উল্টো ২ টি গায়েব মামলার একটিতে বিএনপির নামিক ১৮৫ জনকে আসামী করা হয় এবং অপর আর একটিতে আসামী করা হয়েছে ৮৫ জনকে। মামলা দুটিতে অজ্ঞাত উল্লেখ করে আরো অনেককে আসামী করা হয়েছে।
  • পুলিশী অভিযানে বিএনপির নেতা-কর্মীরা বাড়ীতে থাকতে পারছে না,পুলিশের ভয়ে তারা পালিয়ে বেড়াচ্ছে এবং নির্বাচণী প্রচারণা অংশ নিতে পারছে না। (২)মিথ্যা গায়েবী মামলায় গত ১৫ ডিসেম্বর তারিখে আমার শ্রিফলতলা বাড়ীতে আমার সাথে নির্বাচনী প্রচারণ নিয়ে সভা করার সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন হিরু ও সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামানকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়।
  • বিভিন্ন সময় আরো যাদেরকে গ্রেফতার করা হয়েছে,তারা মধ্যে রয়েছেন, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক গাড়দাহ ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও পরপর দুইবার জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যন আব্দুল জব্বার,যুবদল নেতা রানা, রফিকুল। (৩)নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা ধানের শীষের পোস্টার লাগাতে দিচ্ছে না। কোন জায়গায় পোস্টার ঝুলানো হলে পরক্ষণেই তা ছিড়ে ফেলা হচ্ছে। ধানের শীষের নির্বাচনী অফিসে হামলা করা হচ্ছে। ১৯ ডিসেম্বর তারিখে শ্রিফলতলা ধানের শীষের নির্বাচনী অফিসে হামলা করে আওয়ামী সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হামলায় ধানের শীষের কর্মী আলতার ও বাবলু আহত হয়। মিছিল,মিটিং, প্রথমসভা, উঠান বৈঠক সহ নির্বাচনী প্রচার-প্রচারণার সকল ক্ষেত্রেই বাঁধা দেয়া হচ্ছে। এক কথায় শাহজাদপুরের প্রশাসন সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ তৈরী করতে ব্যর্থ হচ্ছে।
  • আমি ,ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রশাসন এক জোট হয়ে ধানের শীষের প্রার্থীর প্রচারণায় বাঁধা,হামলা,ভাংচুর,ভয়ভীতি,গায়েবী মামলা,গ্রেফতারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। হামলা,মামলা,পুলিশী হয়রানি বন্ধ,মিথ্যা গায়েবী মামলায় আটক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরু,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, যুগ্ন সাধারণ সম্পাদক সাবেক শ্রেষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, যুবদল নেতা রানা ও রফিকুলের অবিলম্বে মুক্তি দাবী করছি। একই সাথে নির্বাচন নির্বিঘ্ন করার জন্য তিনি উপযোগী পরিবেশ তৈরি ও সবার জন্য সমান সুযোগের দাবী জানান।