হাটিকুমরুলে বাস তল্লাশি করে ৪৫ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা কর্তৃক নওগাঁ হইতে ঢাকাগামী বাস হানিফ পরিবহন তল্লাশি করিয়া ৪৫ বোতলফেন্সিডিল সহ একমাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ । রোববার (১ সেপ্টেম্বর) হাটিকুমরুল থানার ওসি জানান, মাদক ব্যবসায়ী আসামী শ্রী মানিক কুমার (১৯), পিতা- শ্রী বুদা হালদার,সাং-চন্দ্রাখোলা,থানা-ধামুরহাট, জেলা-নওগাঁ এর নিকট হইতে ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে । এ ব্যাপারে আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।