সিরাজগঞ্জ

হাটিকুমরুলে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

স্টাফ রিপোটার ঃ

সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় চেকপোষ্ট বসিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব -১২’র সদস্যরা। তারা হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার নামওটিকুড়ি গ্রামের রহমতুল্লাহ (২০), সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার আপন দুই ভাই মামুন(২১), জুবাইর(১৯)। এ সময় তাদের কাছ থেকে  ৪২১ বোতল ফেন্সিডিল, ৩ টি মোবাইলসেট, ৪ টি সিমকার্ড ও ৪ হাজার ৫’শ টাকা উদ্ধার করা হয়। সেইসাথে পাথর ভর্তি একটি ট্রাক আটক করা হয়। সহ হাতেনাতে গ্রেফতার করেন। সিরাজগঞ্জের এ্যাডজুটেন্ট এবং অপস্ অফিসার সহকারী পুলিশ সুপার এস,এম, জামিল আহমেদ আজ বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার রাতে উল্লেখিত এলাকায় চেকপোষ্ট বসিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি পাথরভর্র্তি ট্রকে তল্লাশি চালিয়ে উল্লেখিত মালামালসহ ওই ৩ জনকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এ মাদক ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামরা হয়েছে।