হাজারো মানুষের ভালোবাসায়,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মতিন প্রামাণিক
আবির হোসাইন শাহিন, নিজস্ব প্রতিবেদক:
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সফল চেয়ারম্যান মতিন প্রামাণিকের জানাজায় হাজার হাজার মানুষের অংশগ্রহনে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।বাদ আছর আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়।হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। আজ ৭ জুন সকাল ১১ টায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন সাবেক ভাংগাবাড়ি ইউনিয়ন পরিষদ এর ২ বারের সফল চেয়ারম্যান আব্দুল মতিন প্রামাণিক। ইন্না লিল্লাহে ও ইন্না ইলাহি রাজিউন মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।তিনি মহান মুক্তিযুদ্ধে অগ্রণী ভুমিকা পালন করে ও দীর্ঘদিন বেলকুচি আওয়ামীলীগ এর জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব পালন করেন। বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান বলেন তার মৃত্যুতে বেলকুচি আওয়ামীলীগ এর অপূরনীয় ক্ষতি হল।এছাড়াও তার দীর্ঘ রাজনৈতিক জীবনের সহযোদ্ধারা তার মৃত্যুতে শোক প্রকাশ করেন।