কাজিপুর

হত্যা মামলার ১৯ আসামি কারাগারে-কাজিপুরে

বুধবার ৪ এপ্রিল দুপুরে সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মল্লিকা বসাক এ আদেশ দেন। খোকন সরকার (৫০) হত্যা মামলার ১৯ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।এর আগে, আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করে আদালতে হাজিরা দেন এ হত্যা মামলার ১৯ আসামি।

আসামিরা হলেন- কামরুল হাসান, রিপন, সাব্বির, দুলাল, সাইদুল ইসলাম, খোকা, বাবলু, চপল, আব্দুস ছালাম,মোসলেম, আশিক আহমেদ মিনু মিয়া, জারমেন, আব্দুল সালাম, সুজন, রুবেল,আব্দুস ছাত্তার ও আব্দুল ছামাদ। মামলার প্রধান আসামি কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাইজবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন উচ্চ আদালতের জামিনে মুক্ত রয়েছেন।

সিরাজগঞ্জ জুডিশিজিয়াল ম্যাস্ট্রেট আদালতের জেনারেল রেজিস্ট্রার অফিসার বিলকিস খাতুন এসব তথ্য জানান।

গত ২৬ ফেব্রুয়ারি উপজেলার বেলতৈল গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ মার্চ মারা যান খোকন সরকার।