হতাশ সার্ভে ডিপ্লোমাধারী প্রকৌশলীরা,মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা।
নিউজ ডেস্ক ঃ
পদমর্যাদা ও বেতন বৈষম্যের কারণে হতাশ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজির সকল ছাত্রছাত্রীরা। তারা বলেন, আমরা একই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে, একই শিক্ষা বোর্ডের অধীন, একই কারিকুলামে লেখাপড়া করে একজন হচ্ছেন দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা, অন্যজন তৃতীয় শ্রেণির কর্মচারী। উভয়ের বেতন ব্যবধান প্রায় দ্বিগুণ।তারা বলেন, অন্যান্য চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীরাদের নিয়োগ দানের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা (১০ম গ্রেড) উল্লেখ থাকলেও সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ ক্ষেত্রে তৃতীয় শ্রেণীর পদমর্যাদায় ( ১৪, ১৫, ১৬,তম গ্রেড ) নিয়োগ দেয়া হচ্ছে।পদমর্যাদা ও বেতন বৈষম্যের কারণে অনেকে বিভিন্ন অনৈতিক কার্যকলাপের জড়িয়ে পড়ছে বলে তারা মনে করেন। পদমর্যাদা ও বেতন বৈষম্যের কারণে তারা বিভিন্ন মন্ত্রণালয়ের চিঠি প্রদান এবং ঢাকা প্রেসক্লাব সহ বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে। বিভিন্ন সময় এমপি মন্ত্রী সহ অনেকে তাদেরকে আশ্বস্ত করেছেন এবং সরকারের অনেক ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ সচিব মহোদয় পর্যন্ত উক্ত বিষয়ে অবগত আছেন। তবু সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীরা এখন এর সমাধান পায়নি, নিয়োগ দানের ক্ষেত্রে হচ্ছে পদমর্যাদা ও বেতন বৈষম্যের শিকার ।সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীরা বলেন, দেশের সকল ভূমি অফিস, সড়ক ও জনপথ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, সকল জেলা প্রশাসকের কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ – পরিবহন কর্তৃপক্ষ, সকল পৌরসভা, সকল বন্দর কর্তৃপক্ষ, সকল জেলা পরিষদ, বন বিভাগ, বাংলাদেশ রেলওয়ে, গণপূর্ত অধিদপ্তর, মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনােলজি, সকল জেলা প্রশাসকের কার্যালয় (ভুমি) , বাপেক্স, সকল সিটি কপােরেশন, সকল বিশ্ববিদ্যালয়, ওয়াসা, বেসরকারী বিমান চলাচল কর্তৃপক্ষ, বার্ড, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, সকল গ্যাস ক্ষেত্র সহ বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে তারা কর্মরত আছেন। কর্ম ক্ষেত্রে তারা দক্ষতার সাথে কার্য সম্পাদন করে আসছে। অন্যান্য ডিপ্লোমা প্রকৌশলীদের মত একই শিক্ষা বোর্ডে একই কারিকুলামে লেখাপড়া করে তারা কর্ম ক্ষেত্রে কেন পদমর্যাদা ও বেতন বৈষম্যের শিকার হচ্ছেন । তারা বলেন, অন্যান্য ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরিতে যোগদানের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা (১০ম গ্রেড) উল্লেখ থাকলেও সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ ক্ষেত্রে তৃতীয় শ্রেণীর পদমর্যাদায় ( ১৪, ১৫, ১৬,তম গ্রেড ) নিয়োগ দেয়া হচ্ছে। ও নিয়োগ দানের ক্ষেত্রে সার্ভে ফাইনাল পাশ/সার্ভেয়ার শিপ চাওয়া হচ্ছে। তবে সার্ভে ফাইনাল পাশ/সার্ভেয়ার শিপ নামে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কোন সার্টিফিকেট প্রদান করে না, যে সার্টিফিকেট অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অন্যান্য ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভে) সার্টিফিকেট প্রদান করে থাকে। তাই অন্যান্য ডিপ্লোমাধারীদের মতাে সার্ভে ডিপ্লোমাধারীদের নিয়োগ বিধি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভে) করে তাদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা (১০ম গ্রেড) প্রদান করার জোর দাবি জানিয়েছে । পদমর্যাদা ও বেতন বৈষম্য নিরসনে সকল সার্ভে ডিপ্লোমা প্রকৌশলী পরিবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হস্তক্ষেপ কামনা করেছে । তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী যেনো তাদের এই পদমর্যাদা ও বেতন বৈষম্য নিরসনে সহায়ক হন।