জাতীয়

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন কোটা আন্দোলনের নামে দেশের শান্তি বিনষ্টের প্রক্রিয়া চালাচ্ছে

৩জুলাই মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের কাজিপুরে আমেনা মনসুর টেক্সটাইল ইনস্টিটিউট নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষণা দিয়ে কোটা বাতিলের কথা বলেছেন। কিন্তু তা বাতিলে একটি প্রক্রিয়ার মধ্যদিয়ে যেতে হবে। এতে কিছুটা সময় লাগবে। কিন্তু একটি মহলের উস্কানিতে কোটা আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে,এটাকে পুঁজি করে তারা দেশের শান্তি বিনষ্টের প্রক্রিয়া চালাচ্ছে।

পরে মন্ত্রী মাইজবাড়িতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ও পরিবার পরিকল্পনা বিভাগের এফউব্লিউভিটিআই প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

উপস্থিত ছিলেন- সাবেক এমপি তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন, এইচইডি’র নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক তারিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, পৌরসভা মেয়র হাজী নিজাম উদ্দিন ।