তাড়াশ

স্বাস্থ্যবিধি মেনে ১৫ জুলাই হতে বসবে তাড়াশে পশুর হাট

লুৎফর রহমান, তাড়াশ:

সিরাজগঞ্জের তাড়াশে স্বাস্থ্যবিধি মেনে আগামী (১৫ জুলাই) বৃহস্পতিবার থেকে বসবে নওগাঁ ও গুল্টা পশুর হাট। আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে ১৫ জুলাই সকাল ৯টা হতে থেকে ২০ জুলাই বিকাল ৫ টা পর্যন্ত চলবে কোরবানির পশু বিক্রির হাট।

হাট বাজার ইজারা বাস্তবায়ন কমিটি সুত্রে জানা যায়, সামাজিক দুরত্ব মেনে, মুখে মাস্ক ব্যবহার, পর্যাপ্ত খোলা জায়গা (উন্মুক্ত স্থান) এ পশুরহাট,বসাতে হবে সবাইকে ছাতা ব্যবহারের জন্য সরকারি নির্দেশনা দেয়া হয়েছে।

একই সঙ্গে পশুর হাটের সঙ্গে জড়িত হাট কমিটির, সকল কর্মকর্তা, কর্মচারী সবাইকে স্বাস্থ্যবিধি যথাযথ ভাবে মেনে চলতে হবে। উপজেলা প্রানীসম্পদ অধিদপ্তর সুত্রে জানা যায়, উপজেলার ১১২টি খামারে ১১হাজার ৬শত সাঁড় ও ১৪ হাজার ৮শতটি ছাগল কোরবানীর জন্য প্রস্তুত রয়েছে। যা আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বিক্রয় করা হবে।