স্বাস্থ্যবিধি মেনে যদি গার্মেন্টস ফ্যাক্টরি খোলা রাখা যায় তবে সরকারী বা বেসরকারী অফিস খোলা কেন নয়?
আবির হোসাইন শাহিন :
হোম কোয়ারেনটাইনের সময় আগামী ৯ এপ্রিল পযন্ত বৃদ্ধি করা হয়েছে কিন্তু সাস্থ্যবিধি মেনে পোশাক কারখানা খুলে রাখতে বলা হয়েছে।প্রশ্ন হলো সাস্থ্যবিধি মেনে যদি সবথেকে ঝুকিতে থাকা পোশাক কারখানা চালু রাখতে পারে তাহলে সরকারি বা আধাসরকারি অফিসগুলো কেন খুলে রাখতে পারবেনা।
সরকার সাধারণ ছুটি 11 এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে অথচ ইন্ডাস্ট্রি চালু রাখার নির্দেশ দেয়া হয়েছে।সারাদেশে লকডাউন করে পরিবহন খাত বন্ধ করে কিভাবে ইন্ডাস্ট্রি চালানো যায় সেটা কি একবার ভেবে দেখেছেন? রপ্তানি আয়ের শীর্ষে অবস্থান করা পোশাক খাতের ৪০ লাখ (স্বল্পশিক্ষিত) শ্রমিকেদের যদি বিশেষ নিরাপত্তা দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায় তাহলে অন্যান্য অফিস কেন নয়? স্বল্পশিক্ষিত শ্রমিকেরা যদি পারে তাহলে সুশিক্ষিত উচ্চ শিক্ষিত লোকজন কেন পারবেনা ? হোম করেন্টিন বা লকডাউন শুধুমাত্র কি শিক্ষিত বা সুশিক্ষিত বা উচ্চশিক্ষিত লোকজনের জন্য ? তাছাড়া পরিবহন খাত বন্ধ রেখে ইন্ড্রাস্ট্রি খোলা রাখার মানে কি শ্রমিকরা কি পায়ে হেঁটে অফিস করবে ? বাড়ি থেকে বাইর হইলে যদি পুলিশ পিটানি দেয় তাহলে শ্রমিকরা অফিস করবে কিভাবে? শ্রমিকেরা হাজারো মানুষের সমাগমে কাজ করেন, যা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার জন্য বিপজ্জনক পরিবেশ।
শ্রমিকের জীবন ও শিল্প খাতের ভবিষ্যৎ রক্ষায় দ্রুত কারখানা সাময়িকভাবে বন্ধ করা উচিত হবে না কি ? নাকি শ্রমিকরা মানুষ না ? নাকি এদের মৃত্যুর ভয় নেই ? নাকি পেটের ক্ষুধা মৃত্যু কেও হার মানায় ? ৪০ লাখ শ্রমিকের বেশির ভাগ কারখানায় নিরাপদে হাত ধোয়া, পয়োনিষ্কাশন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করা বা বেশি বেশি পানি খাওয়াসহ হাইজিন রক্ষার যাবতীয় নিয়ম পালন করার সুযোগ নেই না থাকলেও সঠিকভাবে মানে না । শ্রমিকেরা অপরিচ্ছন্ন হাতে মেশিন ও অন্যান্য দ্রব্য স্পর্শ করছেন এবং প্রতিদিন হাজার হাজার মানুষের মধ্যে আতঙ্ক নিয়ে কাজ করছেন। এই পরিবেশ সাম্প্রতিক করোনার জরুরি অবস্থায় অত্যন্ত বিপজ্জনক। এর মধ্যে ইউরোপ ও আমেরিকার অনেক ব্র্যান্ড তাদের অর্ডারের পরিমাণ কমাচ্ছে, কোথাও কোথাও বাতিল করছে। এই পরিস্থিতিতে কারখানায় শ্রমিকদের মধ্যে করোনা সংক্রামিত হলে ভবিষ্যতে রপ্তানি আয়ের শীর্ষে থাকা এই খাত আরও হুমকি ও বিপদের মধ্যে পড়বে। করোনা শ্রমিকদের মধ্যে ছড়ালে বায়াররা ভবিষ্যতেও বাংলাদেশে অর্ডার দেওয়ার ব্যাপারে নিরুৎসাহিত হবে, যা অর্থনীতিতে বিপর্যয় ডেকে আনবে। দেশের শতকরা 80 পার্সেন্ট ফরেন রেমিট্যান্স আসে এই খাত থেকে। এটাকে কোনভাবেই বন্ধ রাখা যাবে না বন্ধ রাখতে হবে সরকারি অফিস মাল্টিন্যাশনাল কোম্পানি। কারণ তাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আসে মাত্র 20 পার্সেন্ট রেমিটেনস।
আসলে আমরা কি বুঝি নাকি বুঝেও না বোঝার চেষ্টা করি? একটা ফ্যাক্টরিতে কাজ করে 2 থেকে 10 হাজার শ্রমিক একজন সংক্রমিত হলে দ্রুত সংক্রমন ঘটাতে সময় লাগবে খুব কম সময়।100 জন আক্রান্ত হইতে সময় লাগবে ঘন্টাখানেক । তারপরেও গার্মেন্টস ফ্যাক্টরি খোলা রাখতে হবে, তা না হলে তো দেশের অথনৈতিক চাকা সচল থাকবেনা। কোন সমস্যা নাই ২/৫লাখ গার্মেন্টস শ্রমিক মারা গেলে দেশের কিছুই হবে না।আমি মনে করি অন্ততপক্ষে আগামী ১১ তারিখ পযন্ত বন্ধ রাখা উচিত ছিল কেননা ২৬-২৮ তারিখে সবাই বাড়ী গেছে এখন যদি সবাই আবার চলে আসে তাহলে তাদের মধ্যে কারা আক্রান্ত এ বিষয়টা পরিস্কার হবেনা। এ ব্যাপারে উধতন কতৃপক্ষের সহযোগিতা ও সহানুভুতি কামনা করছি।