স্বামীকে ঘুমের ঔষধ খাওয়াইয়ে প্রেমিকের সাথে থাকতো স্ত্রী !
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
স্ত্রী (৩০) তার স্বামীকে প্রায় রাতেই খাবারের সাথে ঘুমের ঔষধ খাওয়াতো। এতে স্বামী গভীরভাবে রাতে ঘুমিয়ে গেলে পরকীয়া প্রেমিক ঘরে আসতো, সারারাত থাকার পর ভোর বেলা চলে যেত। এরকমই অভিযোগ করেছেন ওমর ফারুক (৩৫) নামের এক দিনমজুর। ঘটনাটি ঘটেছে – সিরাজগঞ্জের শাহজাদপুরের কৈজুরী ইউনিয়নের চর গুধিবাড়ি গ্রামে। এই বিষয়ে দিনমজুর ওমর ফারুক শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। জানা যায় যে , উপজেলার কৈজুরী ইউনিয়নের চর গুধিবাড়ি গ্রামের মোঃ হাতেম আলীর ছেলে ওমর ফারুক প্রায় ২০ বছর পূর্বে একই উপজেলার এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়নের টোপপাড়া গ্রামের মৃত লালচাঁন সরকারের মেয়েকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পরেই ফারুক বাবা মায়ের থেকে আলাদা হয়ে বাড়ির পাশেই বাড়ি করে থাকা শুরু করেন। প্রায় ২০ বছরের সংসারে ২ মেয়ে ও ১ সন্তান তাদের, বড় মেয়ের বিয়ে হয়ে তার ঘরে এক নাতি রয়েছে। ওমর ফারুক জানান, আমি ধানকাটা শ্রমিকের কাজ করায় মাঝে মধ্যেই বিভিন্ন স্থানে গিয়ে মাসের পর মাস আমাকে থাকতে হয়। কয়েকদি পূর্বে গ্রামে ফিরলে বাবা মা ও এলাকাবাসীর কাছে জানতে পারি আমার স্ত্রী ও একই গ্রামের মৃত মতিন সরকারের ছেলে আলী সরকারের (৩৫) পরকীয়ার বিষয়ে জানতে পারি। তারা জানায় প্রতিরাতেই আলী সরকার আমার স্ত্রীর সাথে রাত্রীযাপন করে। এ নিয়ে আমাদের স্বামী-স্ত্রীর মধ্যে মনমালিন্য চলছিল, গত রবিবার ৩০ মে রাতের খাবারের স্বাদ তেতো লাগায় আমি খাবার না খেয়ে আমার ঘুমন্ত স্ত্রীর পাশে শুয়ে পরি। রাত আনুমানিক ১টায় আমার ঘুম ভেঙে গেলে বিছায় হাত দিয়ে দেখি স্ত্রী বিছানায় নেই। আমি দ্রুত ঘরের বৈদ্যুতিক আলো জালিয়ে দেখি আমার স্ত্রী ও আলী সরকার মেঝেতে অসামাজিক কাজে লিপ্ত রয়েছে। এরপর তাদের হাতে নাতে আটক করি, আলী সরকার আমাকে ঘুষি মেরে পালিয়ে যায়। পরদিন বিষয়টি আমার শশুরবাড়ির লোকজনকে জানালে তারা এসে আমার স্ত্রী ২ সন্তান নিয়ে যায়। বিষয়টি এলাকার মাতব্বরদের জানানোয় আলী সরকার আমাকে ও আমার পরিবারকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে। প্রতিবেদকে ওমর ফারুক তার স্ত্রী ও আলী সরকারের মেলামেশার বেশ কিছু আলামত ও তার ব্যবহৃত স্যান্ডেল দেখায়। ওমর ফারুকের পিতা জানান, দীর্ঘদিন যাবৎ আমার ছেলেকে ঘুমের ঔষধ খাওয়ানোর জন আমার ছেলে শারীরিক ভাবে অনেক দুর্বল হয়ে গেছে। এই ঘটনা আমরা আগে থেকে জানলেও আলী সরকারের পরিবার গ্রামের মধ্যে প্রভাবশালী হওয়ায় আমরা ভয়ে কিছু বলতাম না।