তাড়াশ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে শিক্ষামূলক সামাজিক সংগঠন “রোদ্ধা”

 

তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ গ্রামে ১৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয়ের ক্যাম্পেইনটি চলে। কর্মসূচির মাধ্যমে মহল্লার প্রায় ২ শতাধিক নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধের রক্তের গ্রæপ নির্ণয় এবং রক্তদান বিষয়ক সচেতনতা বিবৃতি প্রদান করা হয়।

ক্যাম্পেইনটি পরিচালনা করেন রোদ্ধার সাধারণ সম্পাদক নিহার ভৌমিক, মেহেদী হাসান, হাসান আলী, চৈতন্য শিং, মেহেদী হাসান জীম, পীযুষ ভৌমিক, মেহেদী হাসান(রুয়েট), আব্দুল আলীম, রাব্বানীসহ আরও অনেকে। আয়োজকরা জানান, তারা বিভিন্ন এলাকা ভিত্তিক ফ্রী ক্যাম্পেইন করে রক্তদাতাদের একটা বৃহৎ ডাটাবেজ তৈরি করবেন।

‘রোদ্ধা’র প্রতিষ্ঠাতা খোন্দকার মোঃ আবু হোরায়রা বলেন, ‘রোদ্ধা’ অত্র এলাকাসহ পার্শ্ববর্তী একালাগুলোতে শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম করে ব্যপক সাড়া ফেলেছে। এই সংগঠন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ গুলোতে অধ্যায়নরত শিক্ষার্থীদের একটা প্লাটফর্ম যার মাধ্যমে অত্র এলাকার শিক্ষার্থীদের উৎসাহিত করণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও দিকনির্দেশনা দেওয়া হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন, সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মেহেদী হাসান সান, সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আযাদ, সাবেক সহসভাপতি প্রভাস বন্ধু মাহাত এবং উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাশেম মাস্টার, আবদুস সাত্তার মাস্টার, শিবলু খোন্দকার, আরিফুল ইসলাম মাস্টার, ওবাইদুল কাদের (পায়েল)।

উল্লেখ্য ২০২০ সালে রোদ্ধা নামক শিক্ষামূলক সামাজিক সংগঠনের যাত্রা শুরু হয়। ইতিমধ্যে রোদ্ধা উন্মুক্ত পাঠাগার প্রতিষ্ঠা করেছে, যেখানে ছয় শতাধিক বই রয়েছে, যা অত্র এলাকার বাতিঘর হিসাবে আখ্যায়িত করা হয়। তাছাড়াও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন, বৃক্ষ রোপণ কর্মসূচি, পাঠক সমাবেশ ও আলোচনা সভা, ক্রিড়া প্রতিযোগিতা আয়োজনসহ বিভিন্ন সময় উপযোগী কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে।