দেশগ্রাম

স্বপ্ন যেখানে নীল আকাশে ছুয়ে যেতে চায়…. মৃত্যু সেখানে দেহ ছুয়ে যাওয়ার অন্তরায়…!!

দু চোখ ভরে যখন স্বপ্ন সাজায়
অমানিশা বলে আধার এখন..!!

জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় প্রেম রচনা শুরু করলাম….
দেখলাম রঙিন কলমের কালি ফুরিয়ে গেলো বাধ্য হয়ে
অশ্রু জলের কালিতে বিরোহের গান লিখতে হলো…!!

আসলে জীবন বড়ই অদ্ভুদ…….
আমরা মনে করি যে, সময় বদলে যায়….
আসলে কি তাই.?

সেই চির চেনা ঘড়ি টা আজও দেখায় চিরো চেনা সময়
দুপুর -১২.১০..!!
শুধু প্রয়োজনে মানুষগুলো বদলায়…!!
আসলে জীবন একটা অসমাপ্ত কাচের দেয়াল…!