চৌহালী/এনায়েতপুর

স্কুল শিক্ষিকা গ্রেফতার – চৌহালীতে

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার রেহাই পুকুরিয়া গ্রামের মোঃ শহিদুল ইসলামের স্ত্রী মোছাঃ তাহরিমা খাতুন একই উপজেলার খাসকাউলিয়া গ্রামের মৃত ইয়াহিয়া মোল্লার স্ত্রী হামিদা খাতুনের কাছে থেকে ৩০ লাখ টাকা গ্রহন করে একটি চেক প্রদান করেন। সোনালী ব্যাংকে চেকটি কয়েকবার জমা দেওয়া হলে তা ডিজঅনার করা হয়।

পরে হামিদা খাতুন টাকা উদ্ধারের জন্য তাহরিমা খাতুনের বিরুদ্ধে সিরাজগঞ্জ অর্থঋৃণ আদালতে মামলা দায়ের করে। তাহরিমা খাতুন কোর্টে হাজির না হওয়ায় বিজ্ঞ বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

বৃহস্প্রতিবার চৌহালী থানার পুলিশ তাহরিমা খাতুনকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে কোর্টে চালান দেয়া হয়েছে। এবিষয়ে চৌহালী থানা অফিসার ইনচর্জ(ওসি)জাহাঙ্গীর আলম বলেন,তাহরিমা খাতুনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিলো বিধায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি একজন প্রাইমারী স্কুল শিক্ষিকা।