সোস্যাল ওয়ার্কস সেন্টার (SWC) এর অায়োজনে অান্তর্জাতিক শান্তী দিবস ২০১৮ পালিত।
সিরাজগঞ্জ প্রতিনিধি :মাকসুদা খাতুন
সোস্যাল ওয়ার্কস সেন্টার (SWC) এর অায়োজনে অান্তর্জাতিক শান্তী দিবস ২০১৮ পালিত।
“শান্তির অধিকার মানবাধিকারের সার্বজনীন ঘোষনার ৭০ বছর”শান্তির জন্য এক সঙ্গে
সবার জন্য সম্মান নিরাপত্তা এবং মর্যাদা,এই প্রতিপাদ্য কে সামনে রেখে শনিবার সকালে সিরাজগঞ্জ সোস্যাল ওয়ার্কস সেন্টার (SWC) এর অায়োজন এবং মেনোনাইট সেন্ট্রাল কমিটি (এমসিসি) এর সহযোগীতায় অান্তর্জাতিক শান্তি দিবস ২০১৮ পালিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথ হিসেবে উপস্থিত ছিলেন জনাব’ নবীদুল ইসলাম, চেয়ারম্যান ১০ নং সয়দাবাদ ইউপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : বিলন রুগা, সম্নয়কারি পিস্ প্রগ্রাম ( এমসিসিবিডি) শুভেচ্ছা ও উপস্থাপনায় ছিলেন জনাব’ শফিকুল ইসলাম (শফি) পরিচালক সোস্যাল ওয়ার্কস সেন্টার (SWC) ,এ ছারাও উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন গন্ন্য-মান্ন্য ব্যাক্তি সহ স্থানীয় জনসাধারন।