কাজিপুর

সোনামুখী ইউপি সদস্য শফিকুলের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে

নিজস্ব প্রতিবেদকঃ

কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রতিবন্ধী,বিধবা,বয়স্ক ভাতা, আশ্রায়ন প্রকল্পের আওতায় ঘর পাইয়ে দেওয়ায় নিশ্চয়তা দিয়ে উপকার ভোগীদের নিকট থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এসকল অনিয়ম ও দূর্নীতির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে ও সরজমিন গিয়ে জানা যায়, ইউপি সদস্য হওয়ার পর থেকেই শফিকুল ইসলাম বয়স্ক,বিধবা,প্রতিবন্ধী ভাতার কার্ড পাইয়ে দেওয়ায় প্রতিশ্রুতি দিয়ে উপকার ভোগীদের নিকট থেকে কার্ডপ্রতি ৫থেকে ৭হাজার টাকা হাতিয়ে নেয়। প্রতিবন্ধী না হওয়া সত্ত্বেও প্রতিবন্ধী ভাতার কার্ড পাওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে কার্ড না দেওয়া সহ আশ্রয়ন প্রকল্পের আওতায় ঘর পাইয়ে দেওয়ায় নিশ্চয়তা দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার কয়েক’শ অভিযোগ রয়েছে ইউপি সদস্য শফিকের বিরুদ্ধে।

ভুক্তভোগী রৌহাবাড়ী গ্রামের ইদ্রিস আলী জানান, প্রতিবন্ধী ভাতার কার্ড পাইয়ে দেওয়ায় নিশ্চয়তা দিয়ে ইউপি সদস্য শফিকুল ইসলাম আমার নিকট থেকে ৪’হাজার টাকা হাতিয়ে নিলেও আমাকে কোন কার্ড দেইনি। পরবর্তীতে টাকা ফেরত চাইলে টাকা ফেরত না দিয়ে উল্টো নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছি। অভিযোগের বিষয়ে অস্বীকার করে ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, ভাতার কার্ড পাইয়ে দেওয়ায় নিশ্চয়তা দিয়ে আমি কোন টাকা গ্রহন করিনি। আমার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির যেসকল অভিযোগ উঠেছে তা ষড়যন্তমূলক।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, ইউপি সদস্য শফিকুল ইসলামের বিরুদ্ধে ইতিপূর্বেও কয়েকটি অভিযোগ পেয়েছি। অভিযোগ গুলো তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।