রায়গঞ্জ/সলঙ্গা

সোনাখাড়ায় চাল বিতরন

আব্দুল কুদ্দুস তালুকদার –
রবিবার চলনবিলের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে হতদরিদ্র জনগনের মাঝে সরকারীভাবে ত্রান মন্ত্রনালয় কর্তৃক বরাদ্দকৃত ভিজিএফ এর ৭১৬ বস্তা চাল বিতরন করা হয়। প্রতি জনকে বিশ কেজি করে মোট ১৭৮৫ জন লোককে এই চাল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু হেনা মোঃ মোস্তফা কামাল রিপন। ট্যাগ অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ।

ন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিউলী খাতুন। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিষদের মেম্বর চানু তালুকদার, তছির উদ্দীন, মুক্তা খাতুন, আব্দুল মোন্নাফ, আব্দুল হক, আছিয়া বেগম, তফিজ উদ্দীন, দুলাল রায়, কোহিনুর খাতুন, সাংবাদিক স, ম, আব্দুস সাত্তার, রুহুল আমিন বকুল প্রমূখ। এতে হতদরিদ্র ছাড়াও ইউনিয়নের যে সব কওমী মাদ্রাসায় এতিমখানা তথা লিল্লাহ্ বোডিং আছে যেমন- আঁকড়া, নিমগাছি, দোস্তপাড়া, ধলজানের মত বেশী ছাত্রের প্রতিষ্ঠান গুলোতে ২০০ কেজি ও শ্রীরামপুরের মত কম ছাত্রধারী মাদ্রাসা গুলোয় ১০০ কেজি করে চাল দেয়া হয়। বিতরন কার্যক্রমে সার্বিক সহায়তা করেন ইউপি সচিব মেহেদী হাসা