সেই প্রতিবন্ধী ফজলুর দায়িত্ব নিল ছাত্রলীগ
আবির হোসাইন শাহীন ,নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার প্রত্যান্ত অঞ্চল ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চরগোপালপুর গ্রামের প্রতিবন্ধী ফজলুল রহমান ও তার বোন আসমার টাকার অভাবে লেখাপড়া বন্ধ হবে না। তাদের লেখাপড়ার যাবতীয় খরচ বহন করবে বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসু জিএস গোলাম রব্বানী প্রতিবন্ধী ফজলুল রহমান ও তার বোন আসমার অদম্য সাফলতা,ইচ্ছে শক্তি ও জীবনের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকার গল্প সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পারে। ফজলুল রহমান জন্মগতভাবে তার দুই হাত ও একটি পা নেই। এক পা দিয়েই চলেন, সেই পা দিয়ে লেখেন। এক পায়ে লাফিয়ে লাফিয়ে প্রতিদিন বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার রাস্তা অতিক্রম করে স্কুলে গিয়ে লেখাপড়া করেছেন তিনি। প্রতিবন্ধী ভাই কে নিয়ে একসাথে স্কুলে যায় আসমা খাতুন । বৃষ্টি নামলে স্কুলে যাইতে খুব কষ্ট হয়। ফজলুর রহমান এ বছর মিটুয়ানী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৩.৫৬ পেয়ে পাস করেছেন। তাকে স্কুলে নিয়ে যেত তার ছোট বোন আসমা খাতুন । সেও এবার এসএসসিতে জিপিএ-৩.০৬ পেয়ে পাস করেছে। কিন্তু তাদের উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়া অনিশ্চিত ছিল।দুজনের লেখাপড়ার খরচ বহন করার মতো সামর্থ ছিল না তার পরিবারের। তাদের এই অদম্য ইচ্ছে শক্তি কে বাস্তবায়ন করতে বাংলাদেশ ছাত্রলীগ পরিবার প্রতিবন্ধী ফজলুল রহমান ও তার ছোটবোন আসমার লেখাপড়ার যাবতীয় খরচ বহন করবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসু জিএস গোলাম রব্বানী।