সুবিধা বঞ্চিত ছিন্নমূল ও অসহায় শিশুদের জন্য মুসাফির স্কুল
আবির হোসাইন শাহিন (সিরাজগঞ্জপ্রতিনিধি)
আমরা কজন মুসাফির ,গড়বো মোরা শান্তির নীড়, আমরা কজন মুসাফির গরব মোরা শান্তির নীড়, এই প্রাতিপাদ্য স্লোগান কে সামনে রেখেই মুসাফির স্কুলের যাত্রা শুরু।গাজীপুর জয়দেবপুর স্টেশনের পাশে প্রতি শুক্রবার সমাজের অবহেলিত শিশুদের অক্ষর জ্ঞান দিয়ে থাকে কতিপয় তরুন – তরুণী কিন্তু তাদের সপ্ন আকাশ পেরুবে থাকুক না শত বাধা বিপত্তি। মুসাফির একটি স্কুল যেখানে ছিন্নমূল অসহায় সুবিধা বঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষা দেওয়া হয়।শুরুটা খুব বেশি দিনের নয় ২০১৫ সালের শেষের দিকে ইমরান, প্লাবন,সানজিদা,সাদিব সহ কতিপয় তরুন যুবকেরা মিলে গড়ে তোলে মুসাফির স্কুল।পরে তাদের কাজে উৎসাহী হয়ে যোগ দেয় আবির হোসাইন শাহিন,টুম্পা,মানিক,সানজিদা আতিক,ইলিয়াস ছাড়াও আরও কতিপয় যুবক । শুধু অক্ষর জ্ঞান নয় সামাজিক মুল্যবধ নৈতিকতা শিষ্টাচার প্রভৃতি বিষয়ে শিক্ষা দেওয়া হয়।ছিন্নমূল শিশুদের উৎসাহী করার জন্য পড়ার পাশাপাশি খাবার পোশাক দেয়া হয় কিন্তু কোন টাকা পয়সা নেওয়া হয়না।সদস্যদের মাঝ থেকে চাঁদা তুলে স্কুলটি পরিচালিত হয়।কোন রাজনৈতিক বা সার্থের জন্য নয় ব্যক্তিগত মুল্যবোধ থেকে এসব করা।স্কুলটি সম্পর্কে স্কুলের প্রতিস্ঠিত হওয়ার কারন জানতে চাইলে স্কুলের প্রধান ও প্রতিস্ঠাতা মুসাফির ইমরান বলেন কোন সার্থ হাসিলের জন্য নয় বরং সমাজে পিছিয়ে পড়া শিশুদের আলোর পথ দেখানোই মুল উদ্দেশ্যে।