সুপ্ত আকাঙ্খা
প্রতিটি সকাল যেন হিয়ার মাঝে লুকিয়ে থাকে সুপ্ত আকাঙ্খা নিয়ে! সকাল পেরিয়ে দুপুর হয় তখনও যেন আকাঙ্খার শেষ নেই।
তখন প্রশ্ন জাগে অনেক? এমন প্রশ্নের উত্তর আসে কতদিন লুকিয়ে রবে অদৃশ্য হয়ে। এমন হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হয় নিজেকে। একার্ধিক সকালের অপেক্ষা।
কখনো কখনো স্যোজী মামা জাগার আগেই উঠতে হয় নিজেকে। কারণ,পরবর্তী সকালে অপেক্ষা যেন গুনতে না হয়। তখনো আকাঙ্খার শেষ থাকে না।
একের পর এক কেটে যায় দিন। মনে পরে যায় ভোরবেলার খুনসুটি’র কথা! তখন যেন আকাঙ্খা সৃষ্টি হয় অনেকটা এড়িয়া নিয়ে? এমন মূহুত্বে স্থব্ধ হয়ে যায় মন পৃথিবী। যাকে নিয়ে শত আকাঙ্খা আর অপেক্ষা সে-যখন একটা সময় উপস্থিত যখন সব আকাঙ্খা সুপ্ত হয়ে যায়