সিরাজগঞ্জ

সিরাজগ‌ঞ্জে বাংলা‌দেশ হেল্প লাইন গ্রু‌পের খাদ্যসামগ্রী বিতরণ

 সিরাজগ‌ঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগ‌ঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক গ্রুপ “বাংলা‌দেশ হেল্প লাইন” এর পক্ষ থে‌কে ৫০ জন সু‌বিধাব‌‌ঞ্চিত মান‌ু‌ষের মা‌ঝে খাদ্য সামগ্রী ও মাক্স বিতরণ করা হ‌য়ে‌ছে।

সোমবার (১০ মে) সকা‌লে রেলও‌য়ে স্টেশন‌ে সংগঠ‌নের প্র‌তিষ্ঠাতা প‌রিচালক জা‌হিদ হাসা‌নের সভাপ‌তি‌ত্বে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- পোলাও চাল ১ কে‌জি, সয়াবিন তেল ৫০০ গ্রাম, ডাল ৫০০ গ্রাম, বনফুল সেমাই ১ প্যা‌কেট, চিনি ১কে‌জি ও দুধ ১ প্যা‌কেট।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, গ্রুপ ম‌ডা‌রেটর আব্দুস সালাম প্লাবন, হা‌দিউল হৃদয়, সুমাইয়া ইসলাম, র‌ফিকুল ইসলাম হৃদয়, সিয়াম ইকবাল প্রমূখ। ঈদ সামগ্রী বিতরণ শে‌ষে গ্রু‌পের মার্চ মা‌সের কার্যক্রমে প্রথম স্থান অ‌ধিকার করায় মো: সিয়াম ইকবাল কে ও এ‌প্রিল মা‌সের প্রথম স্থান অ‌ধিকার করায় মাহমুদুল হাসান‌কে পুরষ্কার তু‌লে দেওয়া হ‌য়ে‌ছে।