সিরাজগঞ্জ ৬টি আসনে আওয়ামীলীগের ৪২ জনের মনোনয়নপত্র উত্তোলন
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার ৯ টি উপজেলার ৬টি সংসদীয় আসনের আওয়ামী লীগের ৪২ জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন।সবকয়টি আসনেই একাধিক প্রার্থী এদের মধ্যে অধিকাংশই নতুন মুখ ও ত্যাগী নেতাকর্মী এবং অনেক মনোনয়নপ্রত্যাশী স্ব-স্ব নির্বাচনী এলাকার ভোটরদের দোয়া নিচ্ছেন।
এবার নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা বেশি হওয়ায় শহর ও বন্দরসহ বিভিন্ন স্থানে তাদের যোগ্যতা নিয়ে ও আলোচনা চলছে । তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন (নৌকা) দেবেন তার হয়ে কাজ করবেন- এ নির্দেশ মেনে চলবেন বলে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আলোচনা ও রয়েছে।
মনোনয়নপ্রত্যাশীরা হলেন, সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে দুজন। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম এবং তার ছেলে সাবেক এমপি তানভীর শাকিল জয়।
সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে ৩ জন। বর্তমান এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না ও ড.জান্নাত আরা হেনরী তালুকদার, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ তারেক।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে ১৭ জন। বর্তমান এমপি ম, ম আমজাদ হোসেন মিলন, শিল্পপতি লুৎফর রহমান দিলু, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিন্নাহ আলমাজী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হক, প্রয়াত এমপি ইসহাক তালুকদারের ছেলে ইমরুল হোসেন তালুকদার ইমন, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা সাখাওয়াত হোসেন সুইট, ডা. আব্দুল আজিজ, সাংবাদিক ড. মিথুন মোস্তাফিজ, ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন, মো. মনিরুজ্জামান, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি স্বপন রায়, সাইদুর রহমান পল, দুলাল খান, আবুল কালাম আজাদ হৃদয়, গোলাম হোসেন সুমন ও আহসান হাবিব সুজন।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ৭ জন। তারা হলেন, বর্তমান এমপি তানভীর ইমাম, সাবেক এমপি শফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহেদুল হক, প্রয়াত এমপি আব্দুল লতিফ মির্জার মেয়ে সেলিনা মির্জা, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা মমিন সিরাজী ও আব্দুল আলিম।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ৯ জন। তারা হলেন, সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, বর্তমান এমপি আব্দুল মজিদ মন্ডল, তার ছেলে আব্দুল মমিন মন্ডল, এ্যাড. গাজী আব্দুর রহমান, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মাদ আলী আকন্দ, মীর মোশারফ হোসেন, গাজী শফিকুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগ নেতা মুশফিকুর রহমান মোহন ও আবু বকর সিদ্দিক।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ৪ জন। এ আসনের বর্তমান এমপি হাসিবুর রহমান স্বপন, সাবেক এমপি চয়ন ইসলাম, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান এ্যাড. আব্দুল হামিদ লাভলু ও কেন্দ্রীয় যুবলীগ নেতা সাজ্জাদ হায়দার।