সিরাজগঞ্জ-৫ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন জমা
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বুধবার সিরাজগঞ্জ-৫ বেলকুচি-চৌহালী) সংসদীয় আসনে ৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর মধ্যে আওয়ামীলীগ ১, বিএনপি ৪, জাতীয় পার্টি ১, ইসলামী আন্দোলন ১, জামায়াত সমর্থিত স্বতন্ত ১ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরা হলেন, আব্দুল মমিন মন্ডল (আওয়ামী লীগ), আমিরুল ইসলাম খান আলিম (বিএনপি), রকিবুল করিম খান পাপ্পু (বিএনপি), সাবেক এমপি মেজর (অবঃ) মনজুর কাদের (বিএনপি), মেজর (অবঃ) আব্দুল্লাহ আল মামুন (বিএনপি), লোকমান হোসেন (ইসলামী আন্দোলন), জামায়াত সমর্থিত অধ্যক্ষ আলী আলম (স্বতন্ত্র), আব্দুর নূর (বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি), মোক্তার হোসেন (জাতীয় পার্টি)। এদিকে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার ওলিউজ্জামান বুধবার রাতে এ প্রতিবেদককে জানান, সিরাজগঞ্জ-৫ সংসদীয় আসনে শান্তিপূর্ণ পরিবেশে বিভিন্নস্থানে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন