সিরাজগঞ্জ-৫ আসনে: দুই এমপিপুত্র মাঠে
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি হাজী আবদুল মজিদ মণ্ডলের ছেলে আবদুল মমিন মণ্ডল (সিআইপি) এবং বিএনপির সাবেক এমপি আনসার আলী সিদ্দিকীর ছেলে মেজর (অব.) আবদুল্লাহ আল মামুন নিজেদের মনোনয়ন নিশ্চিত করতে মাঠ চষে বেড়াচ্ছেন।
জানা গেছে, সিরাজগঞ্জ জেলার মধ্যে একমাত্র এ আসনেই দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে নৌকা প্রতীকের প্রার্থী আবদুল মজিদ মণ্ডল নির্বাচিত হন। এরপর থেকে তিনি সরকারি ও ব্যক্তিগত তহবিল থেকে এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।প্রায় দেড় বছর আগে তৃণমূলের দাবির মুখে বিশাল একটি জনসভা করে এমপির ছেলে মণ্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মমিন মণ্ডলকে একাদশ সংসদ নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশী হিসেবে ঘোষণা করা হয়।এরপর থেকে বিভিন্ন উন্নয়ন, দলীয় ও সামাজিক সভা করে যাচ্ছেন দলীয় নেতাকর্মীরা। এনায়েতপুর থানা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক আবদুল মমিন মণ্ডল রফতানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সিআইপি কার্ড পাওয়ায় বেলকুচি, চৌহালী, এনায়েতপুরে গণসংবর্ধনা ও মোটরসাইকেল শোভাযাত্রা আলোড়ন সৃষ্টি করে।আবদুল মমিন মণ্ডল বলেন, স্বজনপ্রীতি, সন্ত্রাস-দুর্নীতিমুক্ত এলাকা গড়তে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা আমাকেই মনোনয়ন দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করবেন।অপরদিকে ১৯৯১ সালে বিএনপি সরকারের সেচ, পানি উন্নয়ন ও বন্যানিয়ন্ত্রণ প্রতিমন্ত্রী আনসার আলী সিদ্দিকীর ছেলে মেজর (অব.) আবদুল্লাহ আল মামুন ধানের শীষ পেতে চালিয়ে যাচ্ছেন জোড় প্রচারণা।সেই সঙ্গে নানা প্রতিকূলতাকে উপেক্ষা করে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে ও চরাঞ্চলের কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করে প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছেন মেজর মামুন।তিনি বিএনপির সমর্থনে বিগত নির্বাচনে চৌহালী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার জন্য কাজ করে যাচ্ছেন। মেজর (অব.) মামুন জানান, খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করতে ঐক্যবদ্ধ আন্দোলন এবং আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোট প্রার্থনায় যাচ্ছি।