সিরাজগঞ্জ- ৪ উল্লাপাড়া আসনে আঃলীগের ৬ জন প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন
সিরাজগঞ্জ ঃ আজিজুর রহমান মুন্না
নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ায় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ -৪ (উল্লাপাড়া -সলঙ্গা একাংশ) উল্লাপাড়া আওয়ামীলীগের ৬ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
শুক্রবার (৯ নভেম্বর’১৮) সকালে তারা নিজেদের কর্মী সমর্থক নিয়ে দলের ঢাকাস্থ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম উত্তোলনকারীরা হলেন -প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের পুত্র এ আসনের বর্তমান সংসদ সদস্য তানভীর ইমাম,সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম,উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক,জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া উপজেলা আঃলীগের যুগ্ন- সম্পাদক,সাবেক এমপি আব্দুল লতিফ মির্জার মেয়ে সেলিনা মির্জা মুক্তি,উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাহেদুল হক,উপজেলা আঃলীগের সদস্য এ্যাড.আব্দুল আলীম মিয়া জুয়েল।
এসব প্রার্থীদের কর্মী সমর্থকরা তাদের দলীয় মনোনয়ন ফরম উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন। মনোনয়ন ফরম উত্তোলনকারীরা দলীয় টিকেট পেতে নানা ভাবে চেষ্টা করছেন।
এদের মধ্য এ্যাড.আব্দুল আলীম মিয়া জুয়েল বাদে অন্য সব প্রার্থীরা এ আসনের তৃর্ণমূল পর্যায়ে সাধারন মানুষের মাঝে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।