উল্লাপাড়া

সিরাজগঞ্জ-৪( উল্লাপাড়া) আসনের এমপি তানভীর ইমামকে নাগরিক সংবর্ধনা

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে নবনির্বাচিত এমপি তানভীর ইমামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১২জানুয়ারি -২০১৯)দুপুরে উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে উল্লাপাড়া পৌরসভার আয়োজন এ নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। উল্লাাপাড়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সিরাজগঞ্জ হাটিকুমরুল গোল চত্বর থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে এমপিকে উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসেন। এ সময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সহযোগী সংগঠন, পেশাজীবী সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল সংবর্ধনা দেন। উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপত্বিতে সংবর্ধনা সভায় তানভীর ইমাম বলেন, উল্লাাপাড়ায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি এই জনপদের সবার সহযোগিতা চাই। সেই সাথে এই জনপদকে সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গিবাদ ও দুর্নীতি মুক্ত রাখার অঙ্গীকার করেন। সংবর্ধনায় সাবেক এমপি শফিকুল ইসলাম শফি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মারুফ বিন হাবিব, মাহী ইমাম, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা অধ্যাপক ইদ্রিস আলী, মাহবুব সারোয়ার বকুল, রিবলি ইসলাম কবিতা, হাফিজুর রহমান হাফিজ, আরিফুল ইসলাম উজ্জলসহ ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।