রায়গঞ্জ/সলঙ্গা

সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জে নৌকার ভোট চাইলেন – ডা. আজিজের সহধর্মীনি

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-সলঙ্গা ও তাড়াশ) নির্বাচনী আসনে নৌকার পক্ষে গণসংযোগ করেছেন ওই আসনে আওয়ামীলীগের প্রার্থী অধ্যাপক ডা. আব্দুল আজিজের স্ত্রী অধ্যাপক ডা. হাফিজা সুলতানা। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চান্দাইকোনা বাজার, শিমলা, নিঝুরি, বাওইখোলা ও ধামাইনগর এলাকায় তিনি গণসংযোগ করে নৌকায় ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী লিনা হক লুৎফা, সহ-সভাপতি রোজিনা খাতুন, সাধারণ সম্পাদিকা ফুয়ারা খাতুন, তাড়াশ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুন মিনী, সহ-সভাপতি আজেদা খাতুন, প্রভাষক রুকাইয়া রুকসানা রানু, জেলা স্বেচ্ছাসেবকলীগের মহিলা সম্পাদিকা নাইমা খান, চান্দাইকোনা কলেজ ছাত্রলীগের মহিলা সম্পাদিকা সায়িা সুলতানা, কৃষকলীগের মহিলা সম্পাদিকা নাহিদ সুলতানা, ধামাইনগর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি হোসনে আরা কুমকুম প্রমূখ।