সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ-২ আসনের এমপি’র বিশেষবরাদ্দ হতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচু-নিচু বেঞ্চ বিতরণ 

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ-২ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এর বিশেষ বরাদ্দ হতে সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উচু-নিচু বেঞ্চ বিতরণ করা হয়।

সিরাজগঞ্জসদর উপজেলা পরিষদ সিরাজগঞ্জের আয়োজনে –
রবিবার (১৩ আগষ্ট)  বিকেল ৩ টায় সদর উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে ২২০ জোড়া উঁচু-নিচু বেঞ্চ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ-(২) (সদর-কামারখন্দ)  আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
এ বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা এবং স্বাগত বক্তব্যে রাখেন,  সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সদর উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ  জেলা পরিষদ সদস্য মোঃ একরামুল হক একরাম, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ সেলিম রেজা প্রমুখ।

শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হতে বক্তব্য রাখেন, ভিক্টোরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম।

এসময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা প্রধানগণ, সহকারি শিক্ষক সহ শিক্ষার্থীদের একাংশ উপস্থিত ছিলেন।