দেশগ্রাম

সিরাজগঞ্জ ০৫ আসনে বি এন পি থেকে মনোনয়ন চাইবেন মেজর মামুন গণসংযোগ করছেন পাড়া,মহল্লায়

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ০৫ আসনে বি এন পি থেকে মনোনয়ন চাইবেন মেজর আব্দুল্লা আল মামুন। গণসংযোগ করছেন পাড়া,মহল্লায় সাবেক মন্ত্রী মরহুম আনছার আলী সিদ্দিকীর পুত্র মেজর আব্দুল্লা আল মামুন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। বর্তমানে চৌহালী উপজেলা পরিষদের নির্বাচিত সফল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। করেছেন বিভিন্ন উন্নায়ন মূলক কাজ, তিনি একজন সফল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। অনুসন্ধানে জানা গেছে, সিরাজগঞ্জ ০৫ আসনটি তাঁত শিল্পসমৃদ্ধ বেলকুচি এনায়েতপুর ও যমুনা বিদ¦স্ত চৌহালী উপজেলা ।

সে বিভিন্ন দলীয় নেতাকর্মীদের বিয়ে-সাদি,ধর্মীয় বর্ধিত সভা, পথসভা-সমাবেশ, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান,অসুস্থ নেতাকর্মীদের পাশে দাড়ানো ও প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগস্থদের সহায়তা করে আসছেন। জমজমাট প্রচারনা করে নেতাকর্মীদের মন আকর্ষন করতে সক্ষম হয়েছেন এই নেতা অল্প সময়েই।