সিরাজগঞ্জ হাটিকুমরুলে তামাক নিয়ন্ত্রন আইনে জরিমানা ও উপহার সামগ্রী ধ্বংস।
স্টাফ রিপোর্টার ঃ
সিরাজগঞ্জের হাটিকুমরুলে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ও জাপান টোব্যাকো কে জরিমানা ও উপহার সামগ্রী ধ্বংস করা হয় । সিরাজগঞ্জের হাটিকুমরুলে ২৬ তারিখ বুধবার তামাক নিয়ন্ত্রন আইনে ৪ লক্ষ টাকা জরিমানা, ব্রিটিশ আমেরিকার টোব্যাকো ২ লক্ষ ও জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল কে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আরিফুর রহমান ও জাকিয়া সুলতানা’র নের্তৃত্বে পরিচালিত মোবাইলে কোর্টে বিপুল পরিমান প্রচারনা ও উপহার সামগ্রী ধংস করা হয়।
উপহার সামগ্রী গুলো হলো ছাতা ১০টা, ফ্রাইপেন ৬টা, ৩টা ডিনার সেট, ২৩৫ টা মগ. সাবান-৪০ শ্যম্পু-৬০, মোবাইল ১৫ টা, পাওয়ার ব্যাংক ১৪ টা,লিফলেট-৬০০০টা।