সিরাজগঞ্জ হাজী নান্না বিরিয়ানীতে অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা।
সিরাজগঞ্জ হাজী নান্না বিরিয়ানীতে অভিযান চালিয়ে ১ লক্ষ টাকা জরিমানা
করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৪ আগষ্ট) ভ্রাম্যমান আদালত পৌর এলাকার সয়াগোবিন্দ থানা রোড বাঁশতলায় নান্না বিরিয়ানীর খাবার তৈরির কিচেন রুমে এ অভিযান চালায়। অভিযানে বাশি খাবার মজুদ, পোড়া তেল অস্বাস্থ্য কর পরিবেশ দেখা যায়। উপস্থিত জনসাধারনের সামনে জব্দকৃত খাবার ডাস্টবিনে ফেলে দেয়া হয়।
ভোক্তা অধিকার আইনে হাজী নান্না বিরিয়ানীকে ভ্রাম্যমান আদালত ম্যাজিষ্ট্রেট ১ লক্ষ টাকা জরিমানা করেন। মালিককে না পেয়ে কিচেন কর্মচারী খলিল শিকদার ও শরিফ নামের দুই কর্মচারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া দু কর্মচারীকে ভ্রাম্যমান আদালত ৩ মাসের জেল প্রদান করেছে। উল্লেখ্য, গত ১৩ আগষ্ট সোমবার প্রাইমারী টিচার ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) এর প্রশিক্ষণার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা হাজী নান্না বিরিয়ানীর খাবার খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে। তারা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।