সিরাজগঞ্জ সলঙ্গার চৌবিলায় বিদ্যুৎস্পৃষ্টে ১ কৃষকের মৃত্যু
মাকছুদা খাতুন সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নে ধানক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে ইউনিয়নের চক চৌবিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
সলঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ফজলুল হক ও স্হানীয়রা জানান, দুপুরে নিজ ধানক্ষেতে নিড়ানি দিচ্ছিলেন কৃষক বাচ্চু মিয়া। জমিতে পানি কম থাকায় তিনি সেচ পাম্প চালু করতে গিয়ে সুইচে চাপ দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।এ মৃত্যুর ঘটনায় এলাকাাা শোকের ছায়া নেমে আসে।