সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক সপ্তাহ ও পুরস্কার বিতরণ ।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক সপ্তাহ ও পুরস্কার বিতরন অনুষ্ঠান করা হয়েছে। রোববার (৩ ফেব্রয়ারি-২০১৯) সকালে অত্রপ্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহনাজ আক্তার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন, প্রকৌশলী হুমায়ুন মাহবুব, মাহবুব ছোবাহানি রসূল, জসীম উদ্দীন,জাহিদুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, অত্র প্রতিষ্ঠানের হেড এ্যাসিষ্টান্ট আব্দুস সবুর তালুকদার অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলায়াত, গীতা পাঠ করা হয়। আলোচনা সভা শেষে অত্রপ্রতিষ্ঠানের নবম-দশম ও কলেজ ডিপ্লোমা শাখার শিক্ষার্থীরা সপ্তাহব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রায় ৩৫ টি ইভেন্টে অংশ গ্রহণ করেছে এবং কৃতিত্ব অর্জনকারী প্রতিযোগিদের মধ্যে আর্কষনীয় পুরস্কার বিতরন করা হয়েছে। এ সপ্তাহব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটে। এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক, সুধী সমাজের বিশিষ্ট ব্যক্তি বর্গগন উপস্হিত ছিলেন। অধ্যক্ষ শাহনাজ আক্তার অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতা করে সফল করায় অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী সহ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান ।