সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সরকারি কলেজে সংবর্ধনা নবাগত হলেন অধ্যক্ষ প্রফেসর টি.এম.সোহেল।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ শহরের প্রাচীনতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজ। এ কলেজে বর্তমানে নবাগত অধ্যক্ষ হিসাবে যোগদান করলেন প্রফেসর টি.এম সোহেল।

বুধবার (২ জানুয়ারি-২০১৯) সকালে কলেজের শিক্ষক পরিষদের হল রুমে নবাগত অধ্যক্ষ প্রফেসর টি.এম সোহেল কে এক সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় কলেজের ওবিভিন্ন বিভাগের অধ্যাপক, সহকারি অধ্যাপক ও শিক্ষক বৃন্দ,কর্মকর্তা,কর্মচারী সহ শিক্ষার্থীদের অনেকে উপস্হিত ছিলেন। উল্লেখ্য সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস,এম মানোয়ার হোসেনের চাকুরী মেয়াদ গত ৩০ ডিসেম্বর-২০১৮মেয়াদ শেষ হওয়ায় শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর টি.এম.সোহেল তিনিই অধ্যক্ষকের পদে নিয়যুক্ত হলেন।