সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সরকারি কলেজে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক ঃ

সিরাজগঞ্জ সরকারি কলেজ পহেলা বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ সবুজ চত্বরে থেকে শহর প্রদক্ষিণ করে মঈল আনন্দ শোভাযাত্রাটির শুভ উদ্ভোধক সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর টিএম সোহেল, শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে সিরাজগঞ্জ সরকারি কলেজ শেখ কামাল অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতি আহবায়ক পহেলা বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ উদযাপন কমিটি ২০২২ এর প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর টিএম সোহেল,বিশেষ অতিথি সিরাজগঞ্জ সরকারি কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মো. সুলতান মাহমুদ, শিক্ষক পরিষদের সম্পাদক মো. শরীফ – উস- সাঈদ, প্রমূখ, এছাড়াও আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রফেসর এইচ এম জাহাঙ্গীর আলম, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সিরাজগঞ্জ জেলা রোভারের কমিশনার প্রফেসর মোঃ আমিনুল ইসলাম, ও প্রভাষক শাহনাজ পারভীন, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার ছাত্রলীগ নেতা আরেফীন অনিক, এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাএলীগ শাখার সভাপতি রাশেদ খান, সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, যুগ্ন- সাধারণ সম্পাদক মোঃ জীবন শেখ, কলেজ শাখা ও ছাত্রলীগ নেতা মোঃ রাশেদুল ইসলাম, মোঃ নাঈম হোসেন, অন্যন্য ছাএলীগ নেতা উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম তালুকদার,
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ সহযোগী অধ্যাপক ও প্রভাষক ও সকল বিভাগের ছাত্র ছাত্রীরা
প্রধান অতিথি সিরাজগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর টিএম সোহেল বলেন বাংলা ও বাঙালি সংস্কৃতির অপরিহার্য অংশ পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ।

পুরোনো বছরের সব জরাজীর্ণতাকে বিদায় জানিয়ে নতুনের আহ্বান বাংলা নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দকে বরণ করবে জাতি। পহেলা বৈশাখ আমাদের সকল সঙ্কীর্ণতা, কৃপমন্ডকতা পরিবার করে উদারনৈতিক জীবন ব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে। আমাদের মনের ভেতরের সকল ক্লেদ, জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যোম বাঁচার অনুপ্রেরণা দেয়। আমরা যে বাঙ্গালি, বিশ্বের বুকে একটা গর্বিত জাতি, পয়লা বৈশাখের বর্ষবরণের আমাদের মধ্যে এই স্বাজাত্যবোধ এবং বাঙ্গালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত হয়।