সিরাজগঞ্জ সরকারি কলেজের রসায়ন বিভাগের পূর্ণমিলনী অনুষ্ঠান।
আজিজুর রহমান মুন্না
সিরাজগঞ্জ শহরের শীর্ষতম শিক্ষা প্রতিষ্ঠান সিরাজগঞ্জ সরকারি কলেজের রসায়ণ বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ১ম পূর্ণমিলনী অনুষ্ঠান বৃহস্পতিবার (১৮অক্টোবর’১৮) দিনব্যাপী কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বেলুন ও কপোত মুক্ত শহরে র্যালি প্রদর্শন, কলেজ অডিটোরিয়ামে আলোচনাসভা, মাঠে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে র্যালি নেতৃত্বদেন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলেজে অধ্যক্ষ অধ্যাপক এস. এম মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপাধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তফা, অধ্যাপক রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড.অরুন কুমার সাহা, শিক্ষক পরিষদের প্রধান টি.এম.সোহেল। এতে সভাপতিত্ব করেন,পূর্ণমিলনীর আহবায়ক প্রাক্তন ছাত্র মোঃ খলিলুর রহমান। স্মৃতি চারণ বক্তব্য রাখেন, রসায়ন বিভাগের প্রদর্শক (অবসর প্রাপ্ত)শিক্ষক সাইফুল ইসলাম, প্রাক্তণ শিক্ষারর্থী সিরাজগঞ্জ সদর ভূমি অফিসের কর্মকর্তা মো. নজরুল ইসলাম, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো.খলিলুর রহমান, কাজিপুর কুড়ালিয়ার নিউ মডেল পলিটেকনিকের অধ্যক্ষ সঞ্চীব সরকার, রহমতগঞ্জ বালিকা হাই স্কুলের প্রধান শিক্ষক মো.নজরুল ইসলাম,প্রাক্তন ছাত্র কাওছার আহমেদ, আলী জাকের,শাহিন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন,প্রাক্তন ছাত্র ইমরান
কায়েস। পরে বিকালে কলেজের মাঠ প্রাঙ্গনে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান ঢাকার শিল্পী ওয়ারফেজ ব্যান্ডের মনির পাওয়ার ভয়েজেরলুবনা রিমি, আয়োজনে ছিলেন প্রাণ গ্রুুপ । সাংস্কৃতিক পরিচালনায় সন্জীব সরকার। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও দর্শনার্থীরা উপস্হিত ছিলেন।