সিরাজগঞ্জ সরকারি কলেজে’র আয়োজনে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সরকারি কলেজে’ র নানা আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস-২০২৩ পালিত হয়।
মঙ্গলবার (১৫ আগষ্ট) কলেজে এ জাতীয় শোক উদযাপন উপলক্ষে ভোরে অর্ধনির্মিত জাতীয় পতাকা উত্ করার সাথে সাথে জাতীয় সংগীত পরিবেশন বিএনসিসি কর্তৃক গার্ড অব অনার প্রদর্শন করে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯ টায় কলেজে’র শেখ কামাল অডিটোরিয়াম আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, নির্ধারিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
১৯৭৫ সালের ১৫ আগষ্টে বিপথগামী একদল ঘাতক সেনাবাহিনীর হাতে নির্মমভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বপরিবারে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বাদ যোহর কলেজ জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর টি.এম. সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সুলতান মাহমুদ। এতে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ শরীফ-উস- সাঈদ।
এ সময়ে অনুষ্ঠানে সকল বিভিন্ন বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকগণ, কলেজ ছাত্রলীগ শাখার সহ-সভাপতি সজীব সেখ, বিজয় হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ মুন্না , যুগ্ন-সাধারণ সম্পাদক জীবন সেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।