সিরাজগঞ্জ সরকারি কলেজের মাসব্যাপি আন্তঃবিভাগ ফুটবল টূর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করলেন এমপি ডাঃ হাবিবে মিল্লাত।
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সরকারি কলেজের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ সরকারি কলেজের নানা আয়োজনে মধ্যে দিয়ে কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর টি, এম সোহেল এর সভাপতিত্বে উক্ত খেলার উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ -২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে দক্ষভাবে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দেশে বিদেশে সুনাম অর্জন করছে। সমৃদ্ধ শালী দেশ গড়তে সকলের সহযোগিতা করতে হবে। সুশিক্ষিত অর্জনের পাশাপাশি খেলাধূলা ও সংস্কৃত চর্চা অপরিহার্য। আর সমাজ থেকে মাদক, বাল্যবিয়ে রোধ করা সহ সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, নির্যাতন বন্ধে সকলকে একযোগে কাজ করতে হবে । শিক্ষারথীরা যেন মোবাইল আসক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
খেলাধুলার মধ্য দিয়ে আমাদের ছেলে-মেয়েরা দেশপ্রেমিক হবে, দেশের দিকে আরো নজর দেবে। ‘আমাদের শিক্ষক-অভিভাবক এবং আমাদের যারা জনপ্রতিনিধিরা আছেন বিভিন্ন স্তরে, যারা একটু স্বচ্ছল ব্যক্তি আছেন এবং প্রত্যেক এলাকার এলাকাবাসী- সকলকেই আমি আহবান জানাবো যে, খেলাধুলার প্রতি আমাদের ছেলে-মেয়েরা মনোনিবেশ করেছে, তাদেরকে আরো উৎসাহ প্রদান করতে হবে। এর সাথে সাথে সবধরনের সুযোগ-সুবিধা যেন পায় সেই ব্যবস্থা করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রফেসর উপাধ্যক্ষ মোঃ সুলতান মাহমুদ, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ শরীফ-উস-সাঈদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক হাসনা হেনা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ মোঃ নূরুল ইসলাম সজল, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ প্রমুখ। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আন্তঃবিভাগ ফুটবল টূর্ণামেন্টের আহবায়ক ইতিহাস বিভাগের প্রধান প্রফেসর টি,এম আব্দুল কাদের, সদস্য প্রাণি বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল্লাহ -আল-মাহমুদ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আবুল বাশার, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইদুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জহুরুল ইসলাম দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মানচিত্র কুমার পাল, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহিন আলম, ইসলামের ইতিহাস ও সংস্কৃত বিভাগের প্রভাষক মেঃ ফিরোজ আলী, শরীর চর্চা শিক্ষক মোঃ আব্দুর রশিদ সহ সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ -সভাপতি সজীব সেখ,বিজয় সেখ, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ মুন্না, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জীবন সেখ, রবীন, শিবলী অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত খেলার অনুষ্ঠানে উপস্থাপনা করেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম তালুকদার ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সুবর্না লায়লা ।
খেলায় ধারাবিবরণী করেন ধারাভাষ্যকার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ও কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সী।
এই খেলায় সিরাজগঞ্জ সরকারি কলেজের ১৭ টি বিভাগ চার গ্রুপে বিভক্ত হয়ে খেলছে। উদ্বোধনী খেলায় প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন দর্শন বিভাগ ২-১ গোলে পদার্থবিদ্যা বিভাগকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে।
দিনের দ্বিতীয় খেলায় হিসাব বিজ্ঞান বিভাগ ৩-০ গোলে রাষ্ট্র বিজ্ঞান বিভাগকে হারিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করে।
খেলা পরিচালনা করেন, রেজাউল করিম খোকন, আবু হানিফ, মোখলেছুর রহমান ও তরিকুল ইসলাম। খেলা হাজারো শিক্ষক – শিক্ষার্থী সহ দর্শকদের উপস্থিতি পরিলক্ষিত হয়।